বিশেষ আবেদন

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জনাব/জনাবা,

বাদ সালাম আরজ এই যে কান্টাহাটী হাফিজুল উলূম মাদরাসা ও এতিমখানাটি হক্কানী আলেম-ওলামা ও দ্বীনদার শিক্ষানুরাগীদের অক্লান্ত প্রচেষ্টায় ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগান্তকারী একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যা ১৯৭৬ ইং সনে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী বাংলা, অংক, ইংরেজী, ইতিহাস, ভূগোল, (১ম-৭ম শ্রেণি), নূরাণী, মক্তব, নাজেরা, হিফজুল কুরআনসহ কিতাব বিভাগের তাইসির, মিযান, নাহবেমীর, হেদায়াতুন্নাহু, কাফিয়া-শরহে জামী, শরহে বেকায়া ও জালালাইন জামাত পর্যন্ত সুযোগ্য শিক্ষক-মন্ডলী দ্বারা পাঠদান হইতেছে। অত্র মাদরাসায় এতিম, অসহায় গরিব মেধাবী ছাত্র অধ্যয়নরত রয়েছে। এর মধ্যে কিছু ছাত্রকে ফ্রি-খানা (আনুষ্ঠানিক বোর্ডিং চালু আছে এবং এবং বর্তমানে ১৭১ জন লিল্লাহ বোর্ডিং এ খানা খাইতেছে), জামা-কাপড়, ঔষধপত্র, যাতায়াতসহ বিভিন্ন খরচ মাদ্রাসার পক্ষ হতে বহন করা হয়। যাহা আপনাদের দেওয়া যাকাত, ফেত্রা, সদকা, মান্নত, কুরবানীর পশুর চামড়া বা তার মূল্যের দানের অর্থ দ্বারা বহন করা হয়। অতএব মেহেরবানী করে অত্র মাদরাসায় আপনাদের যাকাত, ফেত্রা, সদকা, মান্নত কোরবানীর পশুর চামড়া বা তার মূল্য, সাধারন দান ও এককালীন দান করে ইলমে দ্বীন শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

মাদরাসার শিক্ষা বিভাগ

হিফজ বিভাগ

আর্ন্তজাতিকমানের প্রশিক্ষণপ্রাপ্ত সুদক্ষ হাফেজগণ দ্বারা মনোরম পরিবেশে অল্পদিনে কুরআন মাজীদ মুখস্থ (হিফজ) করিয়ে আদর্শ হাফেজ তৈরী করা হয়।
 

নূরাণী মক্তব বিভাগ

এ বিভাগ শিশুদেরকে দুই বৎসরের মধ্যে নূরাণী পদ্ধতিতে (নূরাণী মক্তব) বিশুদ্ধ বা সহীহভাবে পবিত্র কুরআন শিক্ষাদান এবং প্রয়োজনীয় জরুরী মাসায়েল ও ৪০ টি হাদীস অর্থসহ মুখস্থ করানো হয়।

কিতাব বিভাগ

বর্তমানে তাইসির, মিযান, নাহবেমীর, হেদায়াতুন্নাহু, কাফিয়া-শরহে জামী, শরহে বেকায়া ও জালালাইন জামাত। অভিজ্ঞ ও প্রশিক্ষনপ্রাপ্ত শিক্ষকমন্ডলী দ্বারা সেমিষ্টার পদ্ধতিতে শিক্ষাদান করা হয়।

যোগাযোগ

মাদরাসার ঠিকানা: কান্টাহাটী, বাংলাদেশ

ফোন: +৮৮০ ১২৩৪৫৬৭৮৯

ইমেইল: info@kantahatimadrasa.com